সভাপতির বাণী

সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি মানুষ সৃষ্টি করেছেন অতঃপর তাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না । অসংখ্য দুরুদ ও সালাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রতি যিনি বিশ্ব মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন।
সাথে সাথে এই স্কুল প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাঁদের নেক হায়াত কামনা করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
একটি উন্নত ও সুস্থ জাতি গঠনের জন্য মানুষকে ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয়ে বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা স্কুলে পড়া অতি জরুরী। দ্বীনি শিক্ষা অর্জন ও সঠিক আমলের পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন একদল দক্ষ আলেমে দ্বীন তৈরি করতে হবে। যারা হবেন সমাজ পরিবর্তনের মূল কারিগর। তারাই সমাজ থেকে কুসংস্কার, বিদআত ও শিরকের মূল উৎপাটন করবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে মূল ভূমিকায় থাকবেন।
এজন্য দরকার মানসম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তথা আধুনিক স্কুল যেখানে শিক্ষক অভিভাবক ও রাষ্ট্র সকলের সার্বিক সহযোগিতায় শিক্ষার পরিবেশ ও মান বজায় থাকবে। বর্তমান সময়ে সমাজের প্রতিটি স্তরে যেভাবে নৈতিক অধঃপতন, জুলুম, অসহিষ্ণুতা, মিথ্যাচার ছড়িয়ে পড়েছে তার মূল কারণ হচ্ছে ইসলামী আদর্শ ও শিক্ষা থেকে বিচ্যুত হওয়া ।
আমি আশা করি একদল দক্ষ আলেমেদ্বীন তৈরির মাধ্যমে সামাজিক এই অধঃপতন রোধে চরবাকর উচ্চ বিদ্যালয় প্রয়োজনীয় ভূমিকা রাখবে।
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা দান করুন। আমিন