প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের নামঃ চরবাকর উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ চরবাকর, উপজেলাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা।
প্রতিষ্ঠাতাঃ মরহুম হাজী আবদুর রহমান মাষ্টার।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ঃ ১৯৪৭ সালে। প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানটি ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি পর্যন্ত চালু হয়। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ০১/০৭/১৯৬১ খ্রিঃ সালে। ১৯৬১ সালের পর থেকে বিদ্যালয়টির সাময়িক ভাবে ৯ম ও ১০ম শ্রেণি পর্যন্ত চালু হয়, এবং শিক্ষাবোর্ড কর্তৃক মাধ্যামিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ২৬/১২/১৯৬৯ খ্রিঃ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৯৬৯ খ্রিঃ। এরপর থেকে শিক্ষার্থী ভার্তি করানো হয়। ১৯৬৯ সালে উক্ত বিদ্যালয় থেকে এস.এস.সি পরিক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ১৯৪৭ খ্রিঃ থেকে বিদ্যালয়টি অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ১৯৪৭ খ্রিঃ তৎকালীন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন শিক্ষানুরাগী চন্দ্র তার নিবাসী হাজী আবদুর রহমান মাষ্টার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তিনি তার নিজস্ব জমির উপর স্কুলটি প্রতিষ্ঠিত করেন। তিনি ৭৮ শতক ভূমি বিদ্যালয়ের নামে ওয়াক্ফ, দান ও বিক্রয় করেন। তার দান বিক্রয় ও ওয়াক্ফ কৃত সম্পত্তির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ১৯ জন। বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আমিন, (এম,এস সি বি-এড) এবং সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন সরকার।