অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি বিশ্ব জগতের সৃষ্টি ও পালনকর্তা। “বিদ্যার্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরজ।” (আল হাদিস) আল হাদিসের আলোকে বলা যায় শিক্ষা মানব জীবনের উন্নয়নের একটি উপায় বা মাধ্যম। এ শিক্ষাই আমাদের সুশৃঙ্খল করে তোলে। বর্তমানে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর আত্তসত্তাকে বিকশিত করার দিকে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। তাদের মাঝে নিজস্বতাবোধ জগ্রত করা এবং নিজের আত্মোপলব্ধিকে কাজে লাগিয়ে তাদের একটা নিজস্ব অবস্থান গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া প্রয়োজন।
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে।
এ প্রতিষ্ঠানের গুণী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ছাত্র, শিক্ষক ও অভিভাবক এবং পরিবেশ সব মিলিয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক এটাই আমার একান্ত কাম্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে, এটাই আমার প্রত্যাশা।